গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ছিদ্দিকুল ইসলাম রবিকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা পুলিশের একটি অভিধানিক টিম ২২ এপ্রিল রোজ মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ছিদ্দিকুল ইসলাম রবিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।