শাজাহানপুর প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারেও মালিপাড়া আর.আর.এম.এফ. ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ই রমজান (শুক্রবার) বাদ আসর মালিপাড়া স্কুল মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদলা মালিপাড়া আর আর এম এফ ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিকের সার্বিক ব্যাবস্থাপনায় ইফতার মাহফিলের আয়োজন কর হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবুল বাশার, উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহসিন আলী সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপি নেতা এনামুল মেম্বার মাসুদ রানা।
এ সময় অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান। শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রতন। মাদলা ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ দুলাল, মাদলা ইউনিয়ন বিএনপিনেতা আজিজুল হক, মাসুদ রানা, বেলাল হোসেন প্রমুখ।