শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল। আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রায় ২ বছর পর নতুন কমিটির ঘোষণা পেল উপজেলা স্বেচ্ছাসেবক দল।
কমিটিতে সাবেক ছাত্রনেতা আজাদুল ইসলাম আজাদ কে সভাপতি ও আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক, বিগত আহবায়ক কমিটির সদস্য সচিব হাসান আলী আকন্দকে সিনিয়র সহ সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রদলনেতা মনোয়ার হোসেন টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনকে মনোনীত করা হয়েছে ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।