একাত্তর সংবাদ
প্রকাশ : Apr 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ বানিয়াচং সড়কে কোম্পানির গাড়ি ডাকাতি, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেল ও সিএনজি যোগে কোম্পানির গাড়ি গতিরোধ করে চালককে মারধর ও গাড়ি ভাংচুর করে নগদ টাকা পয়সাসহ সবকিছু নিয়ে যায় একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে ১৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ বানিয়াচং সড়কের রত্না ও শুটকি এলাকার মধ্যেবর্তী স্থানে।

ঘটনাস্থল থেকে ডাকাতের কবলে পড়া সাকিবকে নিয়ে সড়কে চলারত এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব" ফেইসবুক" থেকে ঘটনাটি লাইভের মাধ্যমে তুলে ধরেন। মুহূর্তের মধ্যে লাইভের ভিডিওটি ছড়িয়ে পড়লে ডাকাতির ঘটনাটি আধ ঘন্টা পর প্রকাশ পায়।

ভিডিও থেকে জানাযায়,এই সড়ক দিয়ে ৩ যুবক মোটরসাইকেল যোগে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। তারা যাওয়ার পথে উল্লেখিত স্হানটি পেরিয়ে গিয়ে পুনঃরায় ফিরে আসেন ডাকাতের কবলে পড়া যুবকটির কাছে। তারপর যুবকটির কাছ থেকে ডাকাতির ঘটনা শুনা মাত্র সহযোগীতা করার উদ্যেশো নিয়ে বিষয়টি লাইভের মাধ্যমে তুলে থানা পুলিশকেও অবহিত করেন।

ডাকাতদের কবলে পরা যুবক সাকিব (২৫) চুনারুঘাট উপজেলার বাসিন্দা। সাকিব জানান,নিজ উপজেলার একটি কোম্পানির মালামাল ডেলিভারির কাজে নিয়োজিত ছিলেন।

এই ধারাবাহিকতায় কোম্পানির একটি মিশুক গাড়ি যোগে জেলার বানিয়াচং আজমিরীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় মালামাল ডেলিভারি দিতেন।

শনিবার সকালে চুনারুঘাট থেকে মিশুক গাড়ি যোগে বানিয়াচং আসেন এবং বিভিন্ন হাট বাজারে কোম্পানির মালামাল ডেলিভারি করে নগদ কেশ ৪০/৪৫ হাজার টাকা পরিমাণ নিয়ে  নিজ উপজেলা চুনারুঘাট ফিরছিলেন। তার মিশুক গাড়িটি উল্লেখিত স্হানে দু'টি মোটরসাইকেল ও একটি সিএনজি এসে গাড়িটির গতিরোধ করে একদল ডাকাত। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তার এন্ড্রয়েট মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে গাড়িটি ভাংচুর করে গাড়ির তার গুলো ছিঁড়ে ফেলে দিয়ে যায়। ডাকাতরা হবিগঞ্জের উদ্যেশে পালিয়ে যায় বলে জানায় সাকিব।

এই ডাকাতি সংঘটিত হওয়ার আধ ঘন্টা ধরে উভয় দিকে যানবাহন চলাচল করলেও তাকে কেউ সহযোগীতা করেননি। চলাচলরত যানবাহন আটকাতে সিগন্যাল দিলেও কেউই গাড়ি থামান নাই।

ঘটনার আধ ঘন্টা পর ঐ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাতায়াতকারী ৩ যুবকের নজরে পড়লে তারা তাকে সহযোগীতা করেছেন বলে জানায় সাকিব। এই ৩ যুবক বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে তারাও উল্লেখিত স্থানটি ওভারটেক করে চলে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর পুনঃরায় তারা ফিরে আসেন।

এসময় ডাকাতের কবলে পরা যুবক শাকিবের ঘটনাটি শুনে সহযোগীতার উদ্যেশো নিয়ে তাদের ফেইসবুক আইডি থেকে লাইভ করেন। বিষয়টি তাৎক্ষণিক সাড়া পড়ে গেলে ডাকাতির ঘটনাটি জানাজানি হয়। তখন ডাকাতির ঘটনাটি বানিয়াচং থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করেন। মুহূর্তের মধ্যে ভিডিওর মাধ্যমে ডাকাতি হওয়ার  ঘটনাটি জানাজানি হয়ে পড়লে সড়ক দিয়ে চলাচলরত সাধারণ যানবাহন এর যাত্রী সাধারণ ও চালকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং আহত সাকিবকে গাড়িসহ উদ্ধার করার খবর পাওয়া যায়। উল্লেখ্য,গত মার্চ মাসের পবিত্র রমজান মাসে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কের ঝিংড়ি নামক স্হানে ডাকাতি সংঘটিত হয়েছিলো। সেই রাতেও একদল একদল ডাকাত চুনারুঘাট উপজেলার একটি গাড়ি ডাকাতদের কবলে পড়েছিলো। বারবার একই উপজেলার গাড়ি ডাকাতি হওয়ার বিষয়েও জনমনে দেখা দিয়েছে নানান কৌতুহল।

যদিও সেই ডাকাতির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে আতুকুড়া এলাকা থেকে নবীগঞ্জ উপজেলার শিশু(৪৫) নামের কুখ্যাত এক ডাকাতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এমন একটি ঘটনার সংবাদ পেয়ে রাস্তায় ডিউটিরত পুলিশসহ থানা থেকে আরও পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। তদন্তে এমন ঘটনার প্রমান পেলে শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে বিচার ব্যবস্হা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

আখাঊড়ায় ম্যাজিস্ট্রেট দেখেই লেবুর দাম কমলো অর্ধেক

2

কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

3

শাজাহানপুরে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

4

বগুড়ায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরো একটি মামলা

5

শাজাহানপুরে মঞ্জুর কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং ইন্ডাস্

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

8

বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ৪

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

সিরাজগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: তিন কিশোরের নামে মা

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

আমরা সংস্কার চাই সেই সাথে যতদ্রুত সম্ভব নির্বাচনও চাই: গোলাম

13

যোগ্য নেতৃত্বের বিশ্লেষণে চট্টগ্রাম দক্ষিণে "রেজাউল করিম নেছ

14

হবিগঞ্জে গাড়ি যাতায়াতকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন ন

15

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের শিশু ধর্ষন, রাতেই ২ ধর্ষণকারী গ

16

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সাংবাদিক নির্যাতন, আইনজীবীর বিরুদ্ধে অভ

17

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ

18

বগুড়ায় লাল কাপড়ে ঢেকে দিল পলিটেকনিকের মূল ফটকের নাম

19

বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্

20