গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা আনিস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনেরা। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিকশার চালক আনিস মিয়াকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনেরা। এসময় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।
আজ রোববার সকাল ১০টার দিকে শহরের ডিবি রোডে এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিক্ষুব্ধরা হত্যাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং সড়ক অবরোধ করে। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল হক তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি তুলে নেয় বিক্ষুব্ধরা। বিক্ষোভ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালনের কথা জানানো হয়
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নিহত আনিসের স্ত্রী কবিতা বেগম, পত্রিকা এজেন্ট ব্যবসায়ী আব্দুর রহমান শেখসহ আনিসের দুই সন্তান।
এর আগে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে আনিসকে ছুরিকাঘাত করে তার অটোরিকশা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনিসের মৃত্যু হয়। আনিস মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত. হামিদ মিয়ার পুত্র।