যশোর থেকে মনিরুজ্জামান মনিরঃ যশোরের শার্শা উপজেলায় জমি নিয়ে দ্বন্দের জের ধরে এক কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে। জমি দখলে বাঁধা দেয়ায় মারপিটের পর অপহরণের ৫ ঘণ্টা পর রাস্তার ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সোমবার (২৪ মার্চ) শার্শা উপজেলায় রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শার্শা থানায় অভিযোগ দায়ের করে ভুক্তযোগীর ছেলে শামীম রেজা।
আহতরা হলেন, রুদ্রপুর গ্রামে আহম্মদ আলী সর্দারে ছেলে শাহাবুদ্দীন, শাহাবুদ্দীনের স্ত্রী শাহানাজ খাতুন ও তাদের মেয়ে রোকেয়া খাতুন।
অভিযোগকারীর ছেলে শামীম রেজা উল্লেখ্য করেছেন, সোমবার সকালে বসতবাড়ীর জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে আওয়ামী লীগের সন্ত্রাসী আশরাফ উদ্দিন ও তার শ্যালক কালু মিয়া। আমার পিতা বাঁধা দিতে আসলে বাঁশ দিয়ে আঘাত করে এবং আমার পিতার হাত ভেঙ্গে ফেলে। তারা আবার দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবার দিকে তেড়ে আসলে আমার মা এবং বোন বাঁধা দিতে গেলে তাদেরকেও মারপিট ও জখম করে। আমার আহত পিতাকে ঘরের মধ্যে জিম্মি করে রাখে এবং ঘর থেকে বের হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এমনকি ডাক্তারের কাছেও নিতে দেয় না। প্রায় ২ ঘণ্টা পর হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসী আশরাফ উদ্দীনের শ্যালক কালু মিয়া আমার বাবাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। খোঁজ খবর করে পাওয়া যায়নি। প্রায় ৫ ঘন্টা পর অপরিচিত এক নম্বর থেকে ফোন করে জানান, আমার বাবা রাস্তার উপরে পরে আছে। পরে স্থানীয়দের সহযোগিতা আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।
শামীম রেজা বলেন, হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসী আশরাফউদ্দিন, তার শ্যালক কালু মিয়া নির্বাচনের সময় বোমাবাজি করতো। এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে রাখত যাতে কেউ ভোট না দিতে যায়। কালু মিয়ার কাছে সব সময় অস্ত্র থাকে। এবিষয়ে আশরাফ উদ্দিনকে একাধিক বার ফোওন করা হলেও তিনি রিসিভ করেন নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে। দোষিকে ছাড় দেয়া হবে না।