আশুলিয়ায় ছাত্র জনতা গণহত্যার সাথে জড়িত, ভুয়া বাদী সায়েব আলী জলিল কারাগারে বন্দী, কিন্তু আদালত থেকে জামিনের চেষ্টা করছে। জলিলকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশ হত্যাসহ থানার অস্ত্র লুটপাটের তথ্য বেড়িয়ে আসবে থলের বিড়াল।
জলিল এর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ তিনি ৫ আগস্টের পর কয়েকটি মামলার ভুয়া বাদী হয়ে করেছেন লক্ষ লক্ষ টাকার মামলা বানিজ্য।
তার করা মামলা গুলোর মধ্যে , সাভারের ইয়ামিন হত্যা মামলা ও আশুলিয়া সাহেব আলীর মামলা আলোচনার শীর্ষে।
তিনি এলাকার বিএনপির কারানির্যাতিত নেতা হিসেবে পরিচয় দিয়ে করতেন চাদাবাজি, নিজেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব এর কর্মী বলে দাবী করতেন। আশুলিয়ার সাধারণ জনগণ এর প্রতারক জলিল এর করা মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।