জহরুল ইসলাম (জীবন) | হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলা মানোন্নয়ন এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১ টায় পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করেন। র্যালি শেষে পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, উপজেলা বিএনপি সভাপতি জামালউদ্দীন উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের, উপজেলা এনসিপি'র সভাপতি এম এইচ কাঞ্চন, হরিপুর প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রশিদ, সুজন প্রমুখ।