মোঃ নজরুল ইসলাম জাকি : বগুড়া শেরপুরে ঘুষের দাবি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। আজ সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ উত্থাপন করার প্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয় থেকে গত ২০ এপ্রিল তাকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত রয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভিযোগে জানা যায়,, ২০২৪ সালের ১২ মে পারিবারিক কলহের জেরে আঁখি খাতুন নামের নারী আত্মহত্যা করে। পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়, যেখানে থানার এসআই জাহাঙ্গীর আলমের ছিল। তিনি একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পরবর্তীতে কারেকশন করার আশ্বাস দেন।
দীর্ঘ ১০ মাস পর, ২০২৫ সালের ১৩ এপ্রিল আঁখির মৃত্যুকে কেন্দ্র করে হঠাৎ করেই একটি মামলা দায়ের করা হয়। এতে মোবারক হোসেনসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।
আসামি মোবারক হোসেন অভিযোগ করেন, এসআই জাহাঙ্গীর আলম তাদের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা না দেওয়ায় হয়রানিমূলকভাবে মামলা দিয়ে তাদের ফাঁসানো হয়। এ সংক্রান্ত একটি ২৫ মিনিটের অডিও রেকর্ড সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
এছাড়া, মোবারক হোসেন জানান, ১৭ এপ্রিল থানায় গেলে এসআই তাকে জানিয়ে দেন, তিনি মামলার আসামি। একই সঙ্গে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে ২০ হাজার টাকা নিয়ে দুটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এসব অভিযোগের ভিত্তিতে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা।
বিষয়টি সম্পর্কে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এসআই জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।