ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৯ মার্চ) বিকেলে মেসার্স আলম ট্রেডার্সের আয়োজনে ও ডাইমন্ড সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে আলম ট্রেজার্সের ব্যবসায়ী কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু,সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, যুহ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, প্রেসক্লাবের সদস্য আক্তার হোসেন,প্রেসক্লাবের সদস্য ও প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক জহির সিকদার, আশুগঞ্জ থানার এস,আই,মোস্তাকিম পাটোয়ারী,ইন্জিনিয়ার আসাদ,ইন্জিনিয়ার রাজু ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ছাড়াও নানা শ্রেনীপেশার মানুষ।
উক্ত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ জুবায়েদ ইসলাম জুবেদ। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগন উপস্থিত হয়ে দরুদ ও ফাতেহা পাঠ করেন। তেলাওয়াত ও ফাতেহা শেষে সামান্য আলোচনা করে দোয়া ও মোনাজাত করেন চরচারতলা ইসলামিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা আহলে সুন্নাত ওয়াল হাদিসের সভাপতি কাজী মহিউদ্দিন মোল্লা। সবশেষে ইফত্র হিসেবে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।