মোঃ নজরুল ইসলাম জাকি : বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া হাইওয়েতে বিরইল নামক স্থানে ২ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে এক যুবক।
সোমবার ( ১৭ মার্চ) বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলার বিরইল নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। নিহত দুইজন হলেন, শেরপুরের মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের মোঃ সোলেমান সরকারের পুত্র ছোনকা রহিমা নওশের আলী কলেজের এইচ এস সি পরিক্ষার্থী মোঃ হৃদয় আহম্মেদ (২০) এবং একই গ্রামের মোঃ আব্দুল হাই এর পুত্র মোঃ শুভ আহম্মেদ (২০) এবং আহত মোঃ সাগর আহম্মেদ বিরইল গ্রামের শাহীন আলমের পুত্র, সে এলাকায় কিছুদিন গরুর চিকিৎসক ছিলেন, বর্তমানে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করছেন। জানা গেছে, মোঃ শুভ আহম্মেদ ১৫ মার্চ তার বন্ধু অন্তর আহম্মেদ রোড এক্সিডেন্টে মারা যাওয়ার পর তার দেশের বাড়ি মাগুড়ায় জানাযা শেষে গত রাত্রীতে গ্রামে ফিরেন ।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, তিনজন একই মোটর সাইকেলে মির্জাপুর হাইস্কুল কেন্দ্র থেকে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলে বাড়ি আসছিলেন। পথিমথ্যে মোটরসাইকেলের গতি কম থাকায় পিছন থেকে একটি পিকআপ গাড়ি ধাক্কা দিলে সামনের একটি ভ্যান গাড়ি থাকায় রাস্তায় পড়ে যায় এবং নিহত হৃদয়ের মাজরার উপর দিয়ে চাকা যায় ও মোঃ শুভ আহম্মেদ এর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথের মাঝেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।