গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর বিএনপি'র সাংগাঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল তার শারিরীক সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
গত ২০ এপ্রিল হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এর পরের দিন ২১ এপ্রিল গাইবান্ধার একজন চিকিৎসকের কাছে জরুরী চিকিৎসা গ্রহণ করেন।
বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতি ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ মঈনুল হাসান সাদিক এবং ডাঃ শাহিনুল ইসলাম শাহিনের তত্ত্বাবধানে আছেন।
তরুণ এই রাজনীতিবীদ বর্তমানে অনেকটাই ভাল আছেন এবং তার অবস্থা খানিকটা উন্নতির দিকে। এমতাবস্থায় চিকিৎসকগণ তাকে পরিপূর্ণ বিশ্রামের নির্দেশনা দিয়েছেন।
মোতালেব সরকার বকুল তার সার্বিক সুস্থ্যতার জন্য পলাশবাড়ীসহ গোটা দেশবাসীর নিকট সর্বাঙ্গীন দোয়া কামনা করেছেন।