শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জামাত প্রার্থীর মতবিনিময় সভায় একথা বলেন গোলাম রব্বানী। তিনি বলেন, আমরা সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইনা। আবার নির্বাচন বাদ দিয়ে সংস্কার চাইনা।
বৃহস্পতিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য গোলাম রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলার জামাতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম সাবেক আমীর আব্দুল লতিফ উপজেলা জামাতের সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক সজিবুল আলম প্রমুখ।