নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন পাঠানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ এমন একটি খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
ছড়িয়ে পড়া সংবাদ থেকে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোড়ান ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে মকবুল পাঠানকে গ্রেপ্তার করা হয় এবং এ তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
অনলাইন নিউজ পোর্টালের বরাদ দিয়ে আরো জানা যায়, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ‘খিলগাঁও থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় এদিন গভীর রাতে গোড়ান ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে মকবুল হোসেন পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। মো. বাকের (৫২) নামে এক ভুক্তভোগী গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।’
তার প্রেক্ষিতেই গ্রেপ্তারকৃত মকবুলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি দাউদ হোসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র বলছে, মকবুল পাঠান গ্রেফতার হয়েছে কিনা তা সঠিকভাবে জানিনা তবে অনেক নিউজ পোর্টালে দেখলাম তিনি গ্রেফতার।
এদিকে গ্রেফতারের ঘটনা নিশ্চিত হওয়ার জন্য ‘একাত্তর সংবাদ’ এর নিউজরুম থেকে যোগাযোগ করা হয় খিলগাঁও থানায়।
খিলগাঁও থানার ডিউটি অফিসার জানান, গত রাতে (বৃহস্পতিবার) মকবুল হোসেন পাঠান নামে এমন কোন আসামীকে গ্রেফতারের কোন তথ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে এইমাত্র ১৫ থেকে ১৬ বছর বয়সী একজন চোর ছাড়া আর কোন আসামী নেই।
উল্লেখ্য, খিলগাঁও থানা মকবুল পাঠান নামে ঐ নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করতে না পারায় একাত্তর সংবাদ মকবুল পাঠানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।