বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় আর্ত মানবতার সেবায় নিবেদিত সেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে হতদরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মোংলার বিভিন্ন স্থানের ১০০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে এ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই ২ প্যাকেট, লাচ্ছি সেমাই ১ প্যাকেট,২ প্যাকেট নুডলস, চিনি, কিচমিচ, বাদাম, দুধ সহ ঈদ খাদ্য সামগ্রী রান্নার উপকরন।
মোংলা সরকারি মহিলা কলেজ'র অডিটোরিয়ামে ৩০ শে মার্চ রোজ রবিবার, দূপুর ০৩.০০ টায় ঈদের খাদ্য সামগ্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মোহাম্মাদ মনিরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, উপদেষ্টা সরদার আব্দুল হান্নান, মোছাল্লী মোঃ ফরিদ উদ্দিন,সদস্য সুমন মল্লিক,শফিকুল ইসলাম,সাইফুল ইসলাম, হাসিবুর রহমান,ইরফান হাসান, সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন,সহ সভাপতি মোঃ আল আমীন,মহাসচিব ডেন্টিষ্ট মহিদুল ইসলাম মেজবা,সিনিঃ যুগ্ম মহাসচিব আব্দুর রউফ,পরিবেশ ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ আকাশ ইসলাম,দপ্তর সম্পাদক মাহমুদুল হক রমজান,সদস্য মাহমুদ হাসান, মাসুম বিল্লাহ,শাকিল,রিয়াজ শেখ,মোঃ মারুফ বাবু, সহ আরোও অনেকে
উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারো সংগঠনটির সদস্যদের দানকৃত অর্থ দিয়ে দুস্থ্য অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরন করা ওইসব ঈদ সামগ্রী উপহার।