হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। হোমনা ওভার ব্রিজ সংলগ্ন হোমনা-গৌরিপুর রোডে এ সড়ক দূর্ঘটনা ঘটে।সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ সাইকেল চালিয়ে হোমনা পৌর বাজার থেকে ঈদ কেনাকাটা করে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ বাঞ্ছারামপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পথচারীরা আহত অবস্থায় হোমনা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।