সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিরাজগঞ্জের দু’জন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
১৪ই মার্চ (শুক্রবার) সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে দু'জন সাংবাদিক ও একজন সাংবাদিকের মেধাবী সন্তানের হাতে অনুদান ও শিক্ষা বৃত্তির চেক হাতে তুলে দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ ।
এ সময় তিনি বলেন, সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের এই ক্ষুদ্র প্রয়াস। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথমবারের মত শিক্ষা বৃত্তি চালু করেছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য এমন অনুদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা ৮০% মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০% মার্ক অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে। শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স সহ সব ক্যাটাগরিতে চালু থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া মেধাবী মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও নয়জন সাংবাদিককে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের যুগ্ম সা.সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিক শাহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেন, অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে।