গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। রাত ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা থানায় অবস্থান করছিলেন।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা একাত্তর সংবাদকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আসামি ছাড়িয়ে নিতে গাছা থানায় এসেছেন। তারা ওসি স্যারের রুমে এসে আসামিকে ছেড়ে দিতে বলেছেন।'
মোস্তফা জানান, ওই আসামির নাম গোলাম আজম। তিনি থানায় গ্রেপ্তার আছেন। 'নেতাকর্মীরা এখনো থানার ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে আছেন,' বলেন তিনি।
সূত্র জানায়, গাছা থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তারের পর গণঅধিকার পরিষদ গাজীপুরের গাছা থানা কমিটির সভাপতি আব্দুর রহমান ও তার অনুসারীরা থানা ঘেরাও করেন।
এই প্রতিবেদক আব্দুর রহমানকে একাধিকবার ফোন করেছেন। তবে তিনিও ফোন ধরেননি।
এ ব্যাপারে জানতে চাইলে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ একাত্তর সংবাদকে বলেন, 'একজন এজাহারভুক্ত আসামিকে আমি গ্রেপ্তার করেছি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আসামি ছেড়ে না দেওয়ায় তারা মিছিল করছেন। তারা থানাতেই আছেন। আমি অন্য কাজে বাইরে এসেছি।'