নিউজ ডেস্কঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ উপলক্ষে বিএনপি ও সকল অঙ্গসংগঠন এর পক্ষ থেকে দিবসের সুভ সূচনায় প্রথমে মুক্তিযুদ্ধ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি পুষ্পমাল্য অর্পণ করেছেন। এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের আহবানে ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু কাজীর সঞ্চালনায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরের গোডাউন বাজার ইউনিয়ন পরিষদের শহীদ মিনারে ব্যাপক পরিসরে এ অনুষ্ঠান পালিত হয়েছে।
এর ধারাবাহিকতায় উল্লেখ থাকে যে, আজ ২৬ মার্চ, আমাদের গৌরবময় মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে জন্ম নেয় একটি নতুন জাতি, স্বাধীন বাংলাদেশ। তাদের সাহস, ত্যাগ ও শৌর্যেরই ফলস্বরূপ আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। এই দিনটি আমাদের জাতীয় গৌরব, অহংকার ও একতার চিরন্তন প্রতীক।
গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে মুক্তিযুদ্ধের সকল শহীদদের, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের স্বাধীনতার শিখা প্রজ্বলিত করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়, যাতে আমরা এই স্বাধীনতার মর্ম বুঝে, দেশের অগ্রগতিতে নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারি।
মহান স্বাধীনতা দিবসের এই স্মরণীয় দিনে, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি সবার প্রতি আহ্বান জানিয়েছে,আমরা একসাথে এগিয়ে চলব। আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং শান্তির পথেই জাতির ভবিষ্যত নির্ভর করবে। আজকের এই দিনটি আমাদের দেশপ্রেম ও দায়িত্ববোধ আরও শক্তিশালী করার দিন। "সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা"