একাত্তর সংবাদ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধ ও বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির একাধিক দল।
এ ছাড়াও চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিলের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– যুবলীগ নেতা আসাদুল্লাহ শিপলু, আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক আসলাম চৌধুরী ইমন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন, সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখ, উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল, স্থলবন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জের তাহিরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন, শেরেবাংলা নগর থানা যুবলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল। তবে চট্টগ্রামে গ্রেপ্তার দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, চট্টগ্রাম নগরের লাভ লেন এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল ভোরে মিছিলটি বের করা হয়।
এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, ভোরে লোকজনের চলাচল কম ছিল। দোকানপাটও বন্ধ ছিল। এ সময় তারা কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।