হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোরা ইউনিয়নের বড় ঘারমোরা গ্রামে বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ রাস্তার ধারে একটি গ্যারেজের পাশে ফেলে রেখে যায় তারা।
রবিবার (১৬ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত বিল্লাল হোসেন বড় ঘারমোরা গ্রামের জামান মিয়ার দ্বিতীয় ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। এটি পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদকসংক্রান্ত কোনো বিষয় বা অন্য কোনো কারণে ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকালের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’
নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।