পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে 'স্বাধীন চা স্টল' নামে একটি চায়ের দোকানে উঠতি কিশোর ও তরুণদের ধূমপানের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দোকানটির পিছনে একটি বিশেষ কক্ষ তৈরি করে সেখানে কিশোরদের সিগারেট ও চা পান করার ব্যবস্থা রেখেছেন, যা তাদের বিপথে নিয়ে যাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্কুলের সামনে এমন পরিবেশ থাকলে কোমলমতি শিক্ষার্থীরা সহজেই নেশায় আসক্ত হতে পারে। এটি বন্ধ করা জরুরি।”
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট দোকানির বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিব।”
তবে এক স্থানীয় ব্যক্তি জানান, পীরগঞ্জের প্রশাসনকে ফোন করে অভিযোগ করার পরও তাঁরা চুপচাপ।
স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন পরিবেশ শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। দ্রুত পদক্ষেপ না নিলে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।