হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ টমটম গাড়ির পার্কিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীবৃন্দ।
এদিকে, পার্কিং সরিয়ে নেওয়ার কথা বলার অপরাধে ইকবাল হোসেন নামে এক কাপড়ের ব্যবসায়ীকে মারধর ও দোকান লোপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলা সদরের দীর্ঘদিন যাবত টমটম চালকেরা অবৈধভাবে পার্কিং করে আসছে। এতে ব্যবসায়ীরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গতকাল দুপুর ১২ টার দিকে দি রোহান ক্লথ স্টোরের মালিক ইকবাল হোসেন অবৈধ পার্কিং সরিয়ে নেওয়ার কথা বলার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে ৪/৫জনের একদল লোক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও মারধোরের ঘটনা সৃষ্টি করে। হামলাকারীরা নগদ ৪ লক্ষ টাকা ও ১ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।