বাগেরহাট প্রতিনিধিঃ প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ই মার্চ) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন প্রকল্পের আওতায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খন্দকার জিলানী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিমা আক্তার লাইজু, বিশেষ অতিথি ছিলেন নরেশ চন্দ্র হালদার, সুভাষ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা।
আরও উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বাঘবন্ধু, সিপিপি ও বাপার সদস্য, সুন্দরবন যুব ফোরামের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় প্রশিক্ষক সহায়ক ছিলেন, সুস্মিতা মন্ডল ও মনজিৎ সরকার।
এ সভায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়।সুন্দরবনসহ উপকূলের পরিবেশ রক্ষায় যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন সকলে।
এ সময় যুবকরা অঙ্গীকার করেন 'প্লাস্টিক ও পলিথিন বর্জন করি,পরিবেশ রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করবো না, পরিবেশ-দেশ ধংস করবো না'।