বাগেরহাট প্রতিনিধিঃ দেশে সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মোংলা উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৪ ই এপ্রিল শুক্রবার সকাল ১০.০০ মোংলা উপজেলা সরকারি মহিলা কলেজ'র অডিটোরিয়ামে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নুর আলম শেখ'র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান।
সভায় সর্বসম্মতিতে মোঃ মোস্তাফিজুর রহমান মিলনকে সভাপতি,মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক, মোঃ মারুফ বাবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।এছাড়া আব্দুর রউফ ও কবি আফরোজা হীরাকে সহ-সভাপতি সহ ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এছাড়া উপজলা নিসচা'র উপদেষ্টা হিসেবে এ্যাডভোকেট মনিরুজ্জামান, মোঃ নুর আলম শেখ,মোঃ এমরান হোসেন,সরদার আব্দুল হান্নান,মোঃ জসীম উদ্দিন,রতন মাহমুদ ও খন্দকার তুরানুজ্জামান কে নির্বাচিত করা। এই কমিটি অনুমোদন এর জন্য অতি শ্রীঘই নিসচা'র কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।