নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে অটোরিকশা নিষিদ্ধ করায় চালকরা জোট বেঁধে এসে প্যাডেল চালিত রিকশা ভাঙচুর করছিল। পরবর্তীতে সেখানে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে তাঁদেরকে পিটুনি দিয়ে বিতাড়িত করে।
শনিবার (১৯ এপ্রিল) গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, ঝটিকা মিছিল ও রাস্তা অবরোধ করেন একদল চালকরা। গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভে তাঁরা দাবি করেন অটোরিকশা না চলতে পারলে প্যাডেলচালিত রিকশাও চলতে পারবে না। তাঁরা প্যাডেলচালিত রিকশা ভাঙচুর ও চালকদের মারধর করছিল। রাস্তা অবরোধ করে গুলশান এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধ জনতা এগিয়ে এসে তাঁদের প্রতিরোধ করে।
বিক্ষোভ করা চালকরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলছে। গুলশানে শুধু সোসাইটির নাম্বারওয়ালা প্যাডেলচালিত রিকশা চলতে দিচ্ছে। সোসাইটির নাম্বারওয়ালা একটা রিকশা নামাতে চার-পাঁচ লাখ টাকা লাগে। এছাড়া ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী। এটি বন্ধ হলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদ একাত্তর সংবাদকে বলেন, অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশার কারণে গুলশানে ছিনতাই, চাঁদাবাজি ও যানজট বেড়েছে। তাই শুধু গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ রিকশাচালকেরা গুলশান ও বনানীতে মিছিল করেন। পুলিশ জানিয়েছে, রিকশা চালাতে হলে সোসাইটিতে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করে। তার প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশা চালকরা বিক্ষোভে নামে। এবং তাঁরা দাবি করে শুধু গুলশানে নয় সব জায়গায় ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দিতে হবে।