পাবনা প্রতিনিধিঃ সাবেক ভূমিমন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর কন্যা ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী আ'লীগ নেত্রী মাহজেবীন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরে হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার (ওসি) শহিদুল ইসলাম।
তিনি জানান, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতার উপর হামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঈশ্বরদী থানা থেকে পাবনা আদালতে পাঠানো হচ্ছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গত বছর ৪ আগষ্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা মামলার তদন্তের তাঁর নাম এসেছে। এ সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাহজেবীন শিরিন পিয়া ঘটনার থেকে অধিকাংশ সময় পলাতক ছিলেন। তবে সুযোগ পেলে প্রায়ই তিনি ঈশ্বরদীতে আসতেন। আজ ভোরে ঈশ্বরদীর হাসপাতাল সড়কের নিজ বাড়িতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।