নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ফিতা কেটে এই মেলা উদ্বোধন করেন ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার উদ্যেগী ভূমিকা পালন করতে হবে। এজন্য সকল প্রকার সহযোগিতা ও প্রদান করার আশ্বাস দেন। অতিত থেকেই সিরাজগঞ্জে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধপূর্ণতা ইতিহাস রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, যমুনা টিভি সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি রফিক শাহীদ, দৈনিক বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, গাজী টিভির জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিবিধি মো. আলমগীর হোসেন, দৈনিক আমাদের সময় ডটকমের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন জয়, দৈনিক যমুনা প্রবাহের স্টাফ রিপোর্টার মো. হোসেন আলী (ছোট), দৈনিক দেশ চিত্রের জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, আই নিউজ বিডির জেলা প্রতিনিধি মো. জুয়েল হোসেন, মো. আলমগীর মাহমুদ আলম, মো. জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এ মেলায় মিল্ক ভিটাসহ অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। এছাড়াও রয়েছে একাদিক বিদেশি পণ্যের স্টল। মেলায় মধ্যে থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল, মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসীর স্টল, মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারি সামগ্রীর স্টল, যেখানে নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে স্টলসহ মোট ৫০টি স্টল রয়েছে।