পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী সরকারি কলেজ শাখার উদ্যোগে দীর্ঘ ১৮ বছর পর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৩ মার্চ) বিকালে ৫ টার সময় উক্ত কলেজের অডিটোরিয়ামে বিগত স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী আন্দোলনে নিহত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশের শান্তি-গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, পাবনা জেলা ছাত্রদলের অন্যতম সদস্য শ্যাম বিকি আগারওয়াল, সম্রাট হোসেন, ছাত্রদল নেতা খালেদ বিন পার্থিব, জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
এছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।