ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে লেবু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।
রোববার (২ মার্চ) দুপুরের দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এ সময় মূল্য তালিকা না থাকার ও অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রির কারণে ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
এ সময় আখাউড়া থানার বিশেষ একটি পুলিশের দল উপস্থিতি থেকে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।
বাজারে আসা ফুরকান নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১০০ টাকার লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা কিন্তু যখন স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করতারা। পুরো রমজান যেন এভাবে বাজার মনিটরিং হয় সেই দাবি রাখছি।
সবজি ব্যবসায়ী মো. জিলন বলেন, আড়ৎ থেকে অতিরিক্ত দামে লেবু কিনতে হচ্ছে আমরা অল্প টাকা লাভে লেবু বিক্রি করছি। লেবু ছাড়া বাকি সব সবজির দাম সহনশীল বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।