হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ হোমনা চৌরাস্তা সংলগ্ন হাবিদা বাড়ির শাহ আলম(৫০) স্ত্রী রেনু বেগম(৪০)কে এলোপাথাড়ি কুপিয়ে নির্মমভাবে জখম করেন । জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যা থেকেই ঝগড়া চলে আসছিল। তাদের নিজ বাড়ি হোমনা কান্দা। রেনু বেগমের অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
আজ রবিবার রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিট আহত রেনু বেগমকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান রেনু বেগমের শরীরে একাধিক ধারালো অস্ত্রের জখম রয়েছে। তার ঘাড়ের সম্পূর্ণ অংশ কেটে ফেলা হয়েছে ৮থেকে ১০ সেন্টিমিটার যার গভীরতা ১ সেন্টিমিটার হবে। শরীরের পিঠে একাধিক জখম রয়েছে এবং বাম হাতের চারটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। ডাক্তার জানান রোগীর অবস্থা আশঙ্কাজন।
এ খবর পেয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নেতৃত্বে দুটি টিম তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে ঘাতক শাহ আলমকে আটক করে হোমনা থানা নিয়ে আসা হয়েছে।
এই মুহূর্তে সে পুলিশের হেফাজতে রয়েছে। সেই সাথে পুলিশ ধারালো ছুরিটিও উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।