হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ আজ রবিবার ইফতারের পর পর পারিবারিক কলহের জেরে হোমনা পৌরসভা গোয়ারিভাঙ্গা গ্রামের খবুর মুন্সির ছেলের ঘরের নাতিন তেরো বছরের মেয়ে মোহনা আক্তার নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ।
তাদের নিজ বাড়ি গোয়ারিভাঙ্গা তারা পরিবার পরিজন নিয়ে হোমনা পল্লী বিদ্যুৎ রোড বসতবাড়ি করে বসবাস করে আসছেন। হোমনা পল্লি বিদ্যুৎ রোড বসতবাড়িতেই এঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। ডাক্তার জানান মেয়েটি গলায় ফাঁস দিয়েছে যখন তখনই মারা গিয়েছে মনে হয়।
রোগীর স্বজনরা হাসপাতালে আনেন রাত ১০ :২০ মিনিট। আমার ইসিজি করে নিশ্চিত হই সে ইতিমধ্যে মৃতবরণ করেছে(ব্রট ডেড)। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।