মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা খেয়ে মাইক্রো বাসের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। বগুড়া শেরপুরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় এই দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২)। এ ঘটনায় একই এলাকার মো. লিটনের ছেলে রিফাত রহমান (২১) গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান। কাজ শেষে ইফতারের আগ মুহূর্তে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাবার সময় ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তা ওপর পড়ে যায়।
এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নাঈম নিহত হন।তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় নেয়া হলে সেখানে সেলিম ও রিফাতের মৃত্যু হয়। রিফাতের প্রতিবেশী শাহাদাত এ তথ্য নিশ্চিত করেছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।