ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত তিন সপ্তাহ আগে রোশেনা বেগম নামে এক নারীর কয়েকটি রাজহাঁস ঘুজিয়াখাই গ্রামের জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোশেনা বেগমকে বাড়িতে গিয়ে মারধর করেন জয়দর মিয়া। পরে এ ঘটনার দুদিন পর প্রতিশোধ নিতে রোশেনার লোকজন জয়দর মিয়াকেও রাস্তায় একা পেয়ে মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে স্থানীয়দের সহায়তায় দুপক্ষ আপোস মীমাংসায় রাজি হয়। তবে আপোসের কথাবার্তার মাঝেই জয়দর মিয়ার লোকজন রোশেনার পক্ষের সাইফ মিয়াকে মারধর করেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় ও আদালতে একাধিক মামলা করেন।
সম্প্রতি ঈদের ছুটিতে দুপক্ষের লোকজন বাড়িতে আসতে শুরু করেছে। এর মধ্যে আজ শুক্রবার জুমার নামাজের পরই দুপক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া জানান, জমিতে রাজহাঁস যাওয়াকে কেন্দ্র করে কিছু দিন আগেও দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এ নিয়ে থানায় ও আদালতে মামলা রয়েছে। আজ শুক্রবার সেই পুরনো ঘটনার জের ধরেই আবার সংঘর্ষ হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে চাতলপাড় ফাঁড়ি পুলিশ প্রায় দুঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা সবাই শঙ্কামুক্ত।