প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
বিএনপি নেতাকে হামলা ও যুবদলকর্মীকে হত্যার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলা এবং শাহজাদপুরে যুবদল কর্মী বিপুল সরকারকে হত্যা করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রফিক সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৮ এপ্রিল (শুক্রবার) উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়ে বিরোধের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে জামায়াতের নেতাকর্মীরা।
এ ঘটনায় আজাদের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন রাতে শাহজাদপুরে বাঁশের মাচা নির্মাণ নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মী বিপুল সরকারকে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দুই ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ