প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2025 ইং
বগুড়ার কাহালুর সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০) এবং তাঁর ছেলে কাহালু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান ওরফে সুরুজকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানা-পুলিশও সহযোগিতা করে।
পুলিশ জানায়, হেলাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যাসহ পাঁচটি এবং তাঁর ছেলে হাসিবুল হাসানের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ৫ আগস্টের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি দল তাঁদের গত রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ