প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2025 ইং
হরিপুরে জমি নিয়ে সংঘর্ষ ঘরবাড়িতে অগ্নিসংযোগ আহত-১২

জহুরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক, দুস-কৃতিকারির অগ্নিসংযোগে বেশকয়েকটি ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার আট ঘরিয়া গ্রামে প্রায় ৪বিঘা জমির জের নিয়ে মাহতাব ও ইয়াসিন আলীর মধ্যে দির্ঘদিন যাবৎ দন্ড ছিলো, গতকাল শুক্রবার সকাল বেলা জমি দখলকে কেন্দ্র করে উভয়পক্ষে বাকবিতন্ডা হয়, একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে রানীশংকৈল ও হরিপুর উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে, এসময় লাঠি সোটার আঘাতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া মণ্ডল বলেন, মারামারির খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতির অবস্থা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি, বাণিশংকৈল ও হরিপুর থানা পুলিশ কাজ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, ঘটনা স্থলে দুই পক্ষের অবস্থান উত্তেজনা বিরাজমান থাকায় জানমালের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারির আদেশ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ