প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2025 ইং
বগুড়াতে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে "মার্চ ফর প্যালেস্টাইন"

বগুড়া থেকে মোস্তফা আল মাসুদঃ বাংলাদেশের সকল জেলা উপজেলার মত বগুড়া জেলার সাতমাথা থেকে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে"মার্চ ফর প্যালেস্টাইন" মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৭ই এপ্রিল (সোমবার) সকাল ১১ টার সময় বগুড়া জেলার ছাত্র-জনতার একত্রে এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন" আয়োজন করে।
এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন"এর আয়োজনকে সফল করতে বগুড়া জেলার সকল স্কুল,কলেজ ও নার্সিং কলেজে স্টুডেন্টরা রাজপথে নেমে আসে। বগুড়া শহরের সাতমাথা সহ বিভিন্ন পয়েন্টের রাস্তাগুলো মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।বগুড়ার রাজপথে হাজার হাজার শিক্ষার্থী ও জনতার একত্রে ধ্বনিতে ভারি হয়ে ওঠে
"লিল্লাহে তাকবীর" "আল্লাহু আকবার" "গাজায় হামলা কেন? "জাতিসংঘ জবাব দে" "ইসরাইলি পণ্য" "বয়কট বয়কট"
শহর প্রদক্ষিণ করে মিছিল নিয়ে সাতমাথার মুক্তমঞ্চে প্রতিবাদ মূলক বক্তব্য অনুষ্ঠিত হয়।
বগুড়ার সমন্বয়ক ও বিভিন্ন দলের নেতা ও ইসলামি জোট নেতারা রাজপথে থাকার হুঁশিয়ারি জবাব দেয়।এবং ইজাইলি পণ্য বয়কট সহ বিক্রয় নিষেধাজ্ঞা জারি করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ