প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2025 ইং
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধিঃ শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন(১৭) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয়(১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নয়ন গাইবান্ধার মো. কামাল হোসেনের ছেলে এবং ঈশ্বরদী উপজেলার বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি এবং হৃদয় একই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছোট ছেলে।
তাদের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল যোগে দুই বন্ধু বেড়াতে গিয়ে পাবনার আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান -সরাবারিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে তারা দুর্ঘটনার শিকার হয়।
পরে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আসংখা জনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরবর্তীতে নয়ন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং হৃদয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দরগা বাজার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী। পাশাপাশি দুই গ্রামের দুই বন্ধুর মৃত্যুতে শোকের মাতম বইছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত দুই শিক্ষার্থীকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ