প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2025 ইং
শেরপুরে হানিফ পরিবহনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. অন্তর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শেরপুরের বিরইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর হোসেনের বাড়ি মাগুরা জেলার শালিখা থানার ছানি আড়পাড়া গ্রামে। তার পিতার মো. আলম।
প্রত্যক্ষদর্শীদের জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ