প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2025 ইং
তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকার সামান্য অদুরে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ০২ কেজি গাঁজাসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদককারবারীর নাম মোঃ সোহেল মিয়া(৩৯)।সে নেত্রকোনা জেলার আটপাড়া হরিপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক পরিবহন করে আসছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানর অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইসাহাক মিয়া এবং থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে তাকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ