প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
পটিয়ার ছনহারা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম পটিয়ার ১৫নং ছনহারা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজ বিকালে ছনহারা ছিকন খলিফা (রঃ) সিনিয়র মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এস এম সুমনের সঞ্চলনায় ও বিএনপির নেতা মাহাবুল আলম আলমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন সা.সম্পাদক রেজাউল করিম নেছার, চেয়ারম্যান ও চট্টগ্রাম উয়ন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার মুহাম্মদ নজরুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জিল্লুর রহমান, সাবেক পটিয়া পৌর কমিশনার মুহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম সাজ্জাদ, কলিমুল্লাহ্ চৌধুরী, সাংবাদিক মোঃ হাসানুর জামান বাবু, সাংবাদিক হান্নান রহিম তালুকদার, হাজী দ্বীন মুহাম্মদ, মোঃ আবু জাফর, যুবদল নেতা রবিউল হোসেন বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ রবিউস হোসেন রবি, আলী আজগর আকবরী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল হাশেম রাব্বু মেম্বার, জেলা ছাত্রদল নেতা মোঃ হাবিবসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ