প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় আশুগঞ্জ থানার পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। রোববার দিবাগত রাত সোয়া ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ৫ যুবক হলেন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মোঃ কবির সরকারের ছেলে সাম্মি (২০), বাক্কী মিয়ার ছেলে মেহেদী(৩৩), মৃত মন্তাজ মিয়ার ছেলে মো: ওমর ফারুক (৩৫), মৃত পাশা মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী পূর্বপাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে আমিনুল ইসলাম(১৯)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল মিয়া জানান, একদল চিহ্নিত অপরাধচক্রের সদস্য গভীর রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে ৫ যুবককে আটক করে।
এসময় তাদের নিকট থেকে একটি লোহার চাপাতি, একটি ডেগার, একটি গ্রিল কাটার দুই হাতল বিশিষ্ট কার্টার, একটি কাঠের হাতল বিশিষ্ট চাপাতি ও একটি কাঠের হাতল বিশিষ্ট হাসুয়া উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার জন্য সংবদ্ধ হয়েছিল বলে স্বীকার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সাথে থাকা আরো ৪ জনের নাম প্রকাশ করে।
পালিয়ে যাওয়া অপরাধীরা হলেন, আশুগঞ্জ উপজেলার জুলমত মিয়ার ছেলে কাল্লু মিয়া (৩৩), পিতা- জুলমত মিয়া, মোঃ ইমান আলীর ছেলে মো: দিপু মিয়া প্র: অপু (২৬),, গোলাপ মিয়ার ছেলে জিসান(২৩), ও নোয়াজ মিয়ার ছেলে হৃদয়(২২)।
ওসি জানান, রাতেই পালিয়ে যাওয়া ৪ জনসহ ৯ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে সোমবার আটক ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে অনুসন্ধ্যানে দেখা যায় অভিযুক্ত সকলের বিরুদ্ধেই মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ