প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2025 ইং
কোলাগাঁও উম্মেত আলী মাতব্বর স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁও গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন উম্মেত আলী মাতব্বর একতা সংঘে'র উদ্দ্যোগে আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত আটটায় কোলাগাঁও টেক সংলগ্ন মাঠে অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মোঃ আবদুল করিমের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের সাবেক সভাপতি মোঃ কানিসুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্সুয়ালি বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সা.সম্পাদক ও কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছনহারা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুুরাগী আলহাজ্ব শহীদুল ইসলাম সাজ্জাত, সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু, কালারপোল পুলিশ ফাঁড়ির ইনসার্স এসআই আবদুল বাতেন, দক্ষিণ জেলা শ্রমিকদল নেতা এম এ সালাম ফারুকী, যুবদল নেতা রবিউল আলম মেম্বার, কৃষক দলের নেতা আবু বক্কর রায়হান, সমাজসেবক মাহাবুল আলম, মোঃ কাউছার, বিএনপি নেতা হান্নান চৌধুরী, পারভেজ হোসেন রানা, সৈয়দুল হক প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ