প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2025 ইং
চন্দনাইশে ৩৫ বছর পুরনো রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা রাউলিবাগ এলাকায় ৩৫ বছর পুরনো ঐতিহ্যবাহী রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ এর পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বরমা ইউনিয়নের ৬নং ওয়াড রাউলিবাগ এলাকায় অবস্থিত রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ এর পুননির্মাণ কাজের উদ্বোধন করেন। রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব ও চন্দনাইশ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ নুর আলকাদেরী।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেল রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবু জাপর, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, মসজিদের পেস ইমাম হোসেন, মাওলানা কামরুদ্দিন নুরী, খতিব পূর্ব ঝিওরী শাহী জামে মসজিদ, আনোয়ারা চট্টগ্রাম।
মোরশেদুল আলম (চুকু), মোহাম্মদ শহিদ, মাষ্টার মামুন, আবু সৈয়দ, ইয়াছিননুর, প্রবাসী আলাউদ্দিন, কাসেম, সিরাজ, আহমদ ছফা, লোকমান সওদাগর, দেলোয়ার, মুজিব, সাকিল, মোহাম্মদ ফারুক, আবদুর রহমান, নাঈমুল হক রাফসান, এসকান্দর, মোজাহের, কাইছার, সিফাত, সহ মসজিদের মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
১৯৮৫ সালে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় নতুন মসজিদ নির্মাণের জন্য ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে মসজিদ মাঠে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত করে পুরাতন মসজিদ ভবনটি ভেঙে নতুন মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় মসজিদের খতিব ও মসজিদ কমিটির নেতৃবৃন্দরা বলেন মসজিদটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় আমরা সকলের সাথে আলাফ আলোচনা করে নতুন মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করি। তাই দেশ ও প্রবাসে যে যেইখানে আছেন সকলের প্রতি একটাই অনুরোধ যাতে আমরা মসজিদটি অতি দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারি সেজন্য সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ একাত্তর সংবাদ